মালদহের পর পড়শি পূর্ণিয়াতে মিলল করোনা পজিটিভ, ভয়ে সিঁটিয়ে ডালখোলা

0
98

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

মালদহের পর এবার করোনা আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলল উত্তর দিনাজপুরে। জানা যায়, উত্তর দিনাজপুরের পড়শি বিহারের পূর্ণিয়ায় এক ব্যক্তির লালারসে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। আর এই খবর চাউর হতেই রাতের ঘুম উড়েছে ডালখোলা বাসীর, এমনকি চিন্তায় প্রশাসনও।

Barricade | newsfront.co
গ্রামে ব্যারিকেড স্থানীয়দের। নিজস্ব চিত্র

মূলত পূর্ণিয়া হল ডালখোলা শহরের সীমান্ত এলাকা। আর এই লকডাউন চলাকালীন প্রায় প্রতিদিনই পূর্ণিয়া এবং ডালখোলার বাসিন্দাদের মধ্যে যাতায়াত লেগেই থাকত। আর বুধবার এই খবর চাউর হতেই ভয়ে সিঁটিয়ে রয়েছেন পূর্ণিয়া লাগোয়া উত্তর দিনাজপুর সীমান্তের গ্রামগুলি।

Police checking | newsfront.co
নজরদারির ঘেরাটোপে এলাকা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পরপর দুদিনই করোনা আক্রান্তের হদিস মিলল মালদহে, পুলিশের ঘেরাটোপে এলাকা

আর তাই সীমান্ত এলাকাকে ইতিমধ্যেই কড়া নজরদারিতে মুড়ে ফেলেছে জেলা পুলিশ প্রশাসন। এমনকি বাংলা-বিহার সীমান্তেও একইভাবে বাড়ানো হয়েছে নজরদারি। তবে মঙ্গলবার সকালে ওই ব্যক্তি করোনা-আক্রান্ত শোনার পরেই বিহার লাগোয়া গ্রামগুলি থেকে বাসিন্দাদের আসার চোরাপথগুলিতেও বেড়া দিয়েছেন স্থানীয়রা।

একই সাথে বিহার সীমানায় একাধিক চেকপোস্ট তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছে,”উত্তর দিনাজপুর জেলা এখনও গ্রিন জ়োনে রয়েছে। শুধু তাই নয়, জেলায় এখনও করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া যায়নি”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here