নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
এবার করোনা সংক্রমণের থাবা পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পুরসভায়। করোনা আক্রান্ত খড়গপুর পুরসভার সদ্যবিদায়ী উপপুরপ্রধান, তথা প্রশাসক মন্ডলীর এক সদস্য। আর তা জানিয়েছেন খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু মুখার্জী।
এর ফলে চিন্তার ভাঁজ জেলা স্বাস্থ্য দফতরের কপালে। জানা গিয়েছে দিন কয়েক আগেই, খড়গপুর পুরসভার পাঁচবেড়িয়া এলাকার বেশ কয়েকজনের লালারস সংগ্রহ করা হয় করোনা পরীক্ষার জন্য।
আরও পড়ুনঃ প্রয়াত করোনা আক্রান্ত বিধায়ক, শোক প্রকাশ করে টুইট মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার রাতেই সেই রিপোর্ট এসে পৌঁছায় জেলা স্বাস্থ্য দফতরের হাতে। পুরসভার বিদায়ী উপ পুরপ্রধান সহ তিন জনের দেহে মেলে করোনা সংক্রমণ।
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকল অনুযায়ী নেওয়া হচ্ছে ব্যবস্থা, বলে জানিয়েছেন খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার। ইতিমধ্যেই খড়গপুর পুরসভায় জীবাণুমুক্ত প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584