যৌথভাবে হিলিতে ‘বিজয় দিবস’ উদযাপন করল ভারত-বাংলাদেশ

0
64

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

১৯৭১ সালের ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ১৬ই ডিসেম্বর নতমস্তকে আত্মসমপর্ণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।সেই দিনটিকে স্মরণ করে আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে ভারত- বাংলাদেশ যৌথভাবে পালিত হল বিজয় দিবস।

celebration | newsfront.co
নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন দুই দেশের সীমান্তবাহিনীর শীর্ষ আধিকারিকরা। বাংলাদেশ বর্ডার বাহিনীর রংপুর ডিভিশনের ব্রিগেডিয়ার মহঃ কায়সার হাসান মালিক, বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন আইজি নর্থ বেঙ্গল সুনীল কুমার সহ বিএসএফের শীর্ষ আধিকারিকরা।

আরও পড়ুনঃ জোয়ার – ভাটার তুলনা দিয়ে, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

হিলির ফুটবল গ্রাউন্ডে নির্মিত ভারত-পাক যুদ্ধে নিহত ভারতীয় শহীদ সেনাদের নির্মিত শহীদ বেদীতে দুই দেশের বিএসএফ ও বর্ডার গার্ড অফ বাংলাদেশ (বিজিবি) এর পক্ষ থেকে ফুলের স্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ১৬ ডিসেম্বর দিনটি দেশের সেনা বাহিনীর বীরত্বের এক অবিস্মরণীয় দিন। কেননা এই দিনটি বিশ্ব মানচিত্রে লাল–সবুজের পতাকার স্থান পাওয়ার দিন।

minister | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বহিষ্কৃত হওয়া দিবাকর জানা, সেলিম আলিকে দলে ফেরালো তৃণমূল

৭১ এর পাক-ভারত বাংলাদেশ মুক্তি যুদ্ধে একদিকে যেমন পাক সেনাবাহিনীর সাথে কাশ্মীর সীমান্তে চরম লড়াই চলেছিল। অন্যদিকে উত্তরের এই দক্ষিণ দিনাজপুর জেলার (তৎকালীন অবিভক্ত পশ্চিম দিনাজপুর) কাশ্মীরের পাশাপাশি বাংলাদেশ গঠন করতে পাক বাহিনীর কাছ থেকে পূর্ব পাকিস্তান ছিনিয়ে নিতে এই হিলি সীমান্তে কঠিন লড়াই চালাতে হয়েছিল পাক সেনার বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে। এর পেছনে রয়েছে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াই। যে লড়াইয়ে দেশের লক্ষাধিক সেনার প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানী বাহিনীর প্রায় ৯১,৬৩৪ জন সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

দুই দেশের সেনাবাহিনীর আত্মত্যাগের কথা স্মরণ করেন বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here