বহিষ্কৃত হওয়া দিবাকর জানা, সেলিম আলিকে দলে ফেরালো তৃণমূল

0
192

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

রাজ্য নেতৃত্বের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বহিষ্কৃত দুই তৃণমূল নেতাকে দলে ফিরিয়ে নিল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের কনভেনার (পঞ্চায়েত সমিতির সভাপতি) দিবাকর জানা ও কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ট্রেড ইউনিয়ন নেতা তথা শান্তিপুর এক নম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আলি কে দল বিরোধী কাজের অভিযোগে চার বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

dibkar jana | newsfront.co
দিবাকর জানা। নিজস্ব চিত্র

তারা ভুল করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা তৃণমূল কংগ্রেসে সৈনিক হিসাবে কাজ করতে চান। এই মর্মে লিখিত আবেদনের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের উপর থেকে এই সাসপেনশন তুলে নেওয়া হল। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর বিধায়ক অর্ধেন্দুশেখর মাইতি ও বিধায়ক অখিল গিরি।

আরও পড়ুনঃ জোয়ার – ভাটার তুলনা দিয়ে, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

salim ali | newsfront.co
সেলিম আলি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ চা-চক্রে ‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়ে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

এদিন বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন,”উনাদের বহিষ্কার করা হয়েছিল কারণ উনারা দল বিরোধী কাজ করেছিলেন। কিন্তু বর্তমানে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করতে চান। পাশাপাশি তাদেরকে এই বার্তা দেয়া হল, আগামী দিনে যাতে সাধারণ মানুষের পাশে তারা থাকে, দলের এই সিদ্ধান্তে খুশি দিবাকর জানা ও সেলিম আলি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here