নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
এবার কোভিড আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে। এই প্রথম জেলায় কোভিড আক্রান্ত কারও মৃত্যুর ঘটনা ঘটল। এই মৃত্যুর পরেই কোচবিহার, শিলিগুড়ি ও জলপাইগুড়ির মতো আলিপুরদুয়ারেও ফের লকডাউনের দাবি তুলেছে বিভিন্ন মহল।
উল্লেখ্য, মৃত ব্যক্তি আলিপুরদুয়ার শহরের আট নম্বর ওয়ার্ডের বিধানপল্লীর বাসিন্দা। কিডনির অসুখে ভুগছিলেন তিনি। বয়স হয়েছিল ৭০ এর বেশি। শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়ালাইসিস চলছিল তার। বৃহস্পতিবার সকাল নটা নাগাদ ওই বৃদ্ধের মৃত্যু হয়। মৃতদেহ সৎকারের ব্যবস্থা করছে স্বাস্থ্য দফতর। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা বলেন, “কোভিড আক্রান্ত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ করোনা যুদ্ধে প্রাণ হারালেন ৯৯ চিকিৎসক, লাল সংকেত জারি করল আইএমএ
কিন্তু মৃত ব্যক্তির কিছু কো-মর্বিডিটির ছিল। জেলায় এই প্রথম কোন কোভিড আক্রান্ত ব্যক্তির মৃত্যু হল। আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করছি।” করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনা ঘটার পরে এই জেলাতেও ফের লকডাউন শুরু করার দাবি উঠেছে। বিষয়টি নিয়ে আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা বলেন, “যে এলাকায় কোভিড আক্রান্তের হদিশ মিলছে সেখানে তৎক্ষণাৎ কনটেনমেন্ট জোন করে কার্যত লকডাউন শুরু হচ্ছে। রাজ্য সরকারের নির্দেশে তা করা হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584