করোনা সচেতনতায় গ্রামে প্রচার চিকিৎসকদের

0
39

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

করোনা নিয়ে দেশসহ সমগ্র রাজ্যের মানুষের ঘুম শিকেয় উঠেছে। এমনকি মানুষের মনের মধ্যে ভয়ের সঞ্চার ক্রমেই বাড়ছে। প্রতিনিয়ত বিশ্ব জুড়ে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা।

Corona awareness camp | newsfront.co
গ্রামে সচেতন অনুষ্ঠান। নিজস্ব চিত্র

বিশ্বে এই মারণ করোনা মহামারীর রূপ নিয়েছে। তবে ডাক্তারদের ভাষায়, করোনের উপসর্গের বিভিন্ন পরিবর্তনও ঘটছে।জ্বর, পেটে ব্যাথা থেকে শুরু করে করে বিভিন্ন নতুন নতুন রোগীর মধ্যে উপশম দেখা দিচ্ছে। তাই প্রথমেই যে করোনার একই রকমের লক্ষন ছিল, তা বর্তমানে কিছু উপসর্গ নতুন রকমের বলে মনে করছেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় স্বেচ্ছা সেবকদের নামের তালিকাসহ চেক প্রদান জেলাশাসককে

তাই বুধবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের খন্যাডিহি গ্রামে এলাকাবাসীদের সচেতনতার উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন শিশু চিকিৎসক ডাক্তার চিরঞ্জীব নায়েক, করোনা নিয়ে সচেতনতা মূলক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন তিনি বাড়িতে থেকে আরও কি কি সাবধানতা অবলম্বনের প্রয়োজন সে বিষয়ে গ্রামবাসীদের জানান এই চিকিৎসক। এছাড়া এদিন প্রায় ৩০০ দুঃস্থ মানুষকে নানা ভাবে সাহায্য দান করেন। এদিন এই অনুষ্ঠানে শিশু চিকিৎসক চিরঞ্জীব নায়েক ছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবী উজ্জ্বল ভট্টাচার্য সহ স্থানীয় বিশেষ ব্যক্তিবর্গরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here