বাঁকুড়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই ঊর্ধ্বমুখী

0
68

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই ঊর্ধ্বমুখী। করোনার কবলে একের পর এক থানা ও জেলা জুড়ে আক্রান্ত হচ্ছেন বহু পুলিশকর্মী। এবার করোনায় আক্রান্ত হলেন বাঁকুড়া সদর থানার তিন পুলিশকর্মী। গতকাল রাতে তিন পুলিশকর্মীর দেহে করোনা সংক্রমণের রিপোর্ট পজেটিভ আসে।

Corona hospital | newsfront.co
নিজস্ব চিত্র

এদের মধ্যে দুজন এ এস আই এবং একজন সিভিক পুলিশ। এরপরই তাদেরকে ওন্দা কোভিড হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। এর আগে বাঁকুড়ার বড়জোড়া এলাকার দুই পুলিশ ব্যাটেলিয়নের ৪৭ জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন করোনায়। জেলায় করোনা আক্রান্তের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী।

আরও পড়ুনঃ মালদহে সুস্থতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

গতকাল পর্যন্ত রাজ্য স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী বাঁকুড়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫২৭ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৭০ জন। এ পর্যন্ত ১৫৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ জন জেলার বাসিন্দা। তবে জেলা প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে করোনা সংক্রমণ প্রতিরোধে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here