নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুরে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিষেবা দেওয়া নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে জেলায় ফিরে আসছে ভিনরাজ্য থেকে আসা ট্রেন। সেই ট্রেনের যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা ছাড়া কোন পরীক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ। নেওয়া হয়নি তাদের লালারসের নমুনাও। মানা হয়নি সামাজিক দুরত্বের বিষয়টিও।
এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। এদের লালারসের নমুনা পরীক্ষা করলে করোনা আক্রান্তের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, শুক্রবার গভীররাতে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে যে রিপোর্ট এসেছে, তাতে জেলার ৩৪ জন নতুন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুনঃ ক্ষেতের ফসল ঘরে আনতে পারছেননা কৃষকরা
উত্তর দিনাজপুরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেছেন, “নতুন করে জেলায় ৩৪ জনের শরীরে করোনা পজিটিভের সন্ধান পাওয়া গিয়েছে। তবে তাদের কোথায় ভর্তি করা হব্র তা ঠিক হয়নি। কারণ রায়গঞ্জের ছটপাড়ুয়া এলাকার কোভিড হাসপাতালে জায়গার অভাব রয়েছে। এতজন করোনা আক্রান্ত রোগীকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব কি না খতিয়ে দেখা হচ্ছে।” সিএমওএইচ জানান, ‘এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৭ জন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584