নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা মোকাবিলায় দেশ তথা সমগ্র রাজ্য জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের জন্য বন্ধ রয়েছে যান পরিষেবাও। তাই কাঁচা সবজি কোনক্রমে এক জায়গা থেকে অন্য জায়গায় আসছে। অপরদিকে বাজারেও লকডাউনের ফলে সামগ্রী বিক্রি করে সঠিক দাম না পাওয়ায় সবজি ফেলে দেওয়ার ঘটনা হামেশাই ঘটছে। আর এবার সেই একই কারণে বিঘার পর বিঘা সবজি, করোলা ক্ষেত কেটে ফেলে দিলেন কৃষকরা।
যদিও করোনা পরিস্থিতির জেরে আগের মতো বাজার জমছে না। বাজার বসলেও পাইকারদের আনাগোনা কমে যাওয়ায় তাঁদের সবজি বিক্রি হচ্ছে না। ফলে ব্যাপক লোকসানের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ কৃষকদের।
আরও পড়ুনঃ মাদারিহাট থানা সংলগ্ন মন্দির থেকে লক্ষাধিক টাকার গহনা নিয়ে চম্পট দুষ্কৃতী
তবে এ বিষয়ে তাঁরা জানিয়েছেন, ফসলের দাম কোথাও মিলছে না। বাজারে পাইকারের দেখা নেই। দু-একজন পাইকার আসলেও জলের দরে সবজি বিক্রি করতে কৃষকরা বাধ্য হচ্ছেন। এই অবস্থায় তাদের যানবাহনের ভাড়া পর্যন্ত উঠছে না। তাই বাধ্য হয়ে উপায় না দেখে, ক্ষোভে নিজের ফসল নিজেই কেটে ফেলে নষ্ট করে দিচ্ছেন কৃষকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584