অনাড়ম্বর ভাবে পূজিত হবে ঐতিহ্যবাহী পানিগ্রাহী পরিবারের পট-দেবী

0
206

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

panigrahi family pujo | newsfront.co
পট- দেবী ৷ নিজস্ব চিত্র

একসময় দেওয়ালে এঁকে হত মহিষাসুরমর্দিনীর পুজো। পরবর্তী কালে সেটাই পটদেবীর স্থান নেয় ৷ প্রায় ৪০০ বছরের পানিগ্রাহী পরিবারের বিজরাবাধির পুজো ঘিরে মেতে ওঠে ঝাড়খন্ড ঘেষা সীমান্ত বাংলা ৷ ঝাড়গ্রাম জেলার জামবনি থানার পড়িহাটি থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত বিজরাবাধি গ্রাম।

আর সেই গ্রামেরই পানিগ্রাহী পরিবার  প্রায় ৪০০ বছর ধরে দেবীর আরাধনা করে আসছেন। পানিগ্রাহী পরিবারের সদস্য দীপক পানিগ্রাহীর বক্তব্য, তাঁদের পুজোতে কোনো বিগ্রহ থাকেনা।  আগে দেওয়ালে  ছবি এঁকে পুজো হতো।

family durga puja | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনা আবহে কঠোর নিয়মের বেড়াজালে ঐতিহ্যবাহী আলিপুরদুয়ার দুর্গা বাড়ির পুজো

কিন্তু আঁকার শিল্পীর অভাবে বর্তমানে প্রায় ৩ দশক ধরে পটের ওপরে পুজো হয়ে আসছে, আর এই পুজোর সময় পরিবারের ছোট থেকে বড়দের মধ্যে  পুজোর কাজ ভাগ করে দেওয়া হয়। প্রত্যেক বছরই  শুধু বাংলা নয়, পার্শবর্তী ঝাড়খন্ড রাজ্য থেকেও বহু মানুষ তাঁদের এই পরিবারের পুজোয় সামিল হন। কিন্তু  এবছর করোনা মহামারির জন্য বহু মানুষই পুজোয় অংশগ্রহণ করতে পারবেনা ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here