নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
জেলার অধিকাংশ পোলট্রি ফার্মে খাবারের জোগান কার্যত বন্ধ। ফলে বহু খামারের মুরগি মরে যাচ্ছে। মিলছে না ছানাও। তাই মুরগি পালনও শিকেয় উঠেছে। এই পরিস্থিতিতে আর কিছুদিনের মধ্যে মুরগির মাংস আদৌ মিলবে কিনা, সে প্রশ্ন উঠছে।

উত্তর দিনাজপুর জেলার মধ্যে পোলট্রি মুরগির অন্যতম উৎপাদক ব্লক হল চোপড়া। ওই ব্লকে দুই শতাধিক খামার আছে। অন্যান্য ব্লকেও মুরগি চাষ হয়ে থাকে। এলাকার নিজস্ব চাহিদা মেটানোর পরে এখানকার মুরগি শিলিগুড়ি এবং অন্য জেলাগুলিতেও সরবরাহ করা হয়।
আরও পড়ুনঃ শুরুতেই দাপট কালবৈশাখীর, দক্ষিণ দিনাজপুরে ভাঙলো কাঁচা বাড়ি
কিন্তু বর্তমান পরিস্থিতিতে খামার-মালিকেরা দিশেহারা। খামারগুলিতে এখনও যা মুরগি রয়ে গিয়েছে, খাবারের অভাব রয়েছে। মুরগির খাবার নিয়ে আসার জন্য গাড়ি পাওয়া যাচ্ছেনা। খামারগুলিতে প্রচুর লোকসান হচ্ছে। ফলে ভবিষ্যৎ অন্ধকারে। করোনার ধাক্কা সামলে ওঠার পরেও আগামী কয়েকমাস হয়ত বাজারে মুরগির মাংসই পাওয়া যাবেনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584