করোনার কবলে কণ্ঠশিল্পী

0
165

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বাড়ছে আক্রান্তের সংখ্যা। ঘরবন্দি একপ্রকার সকলে। বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরমুখো হচ্ছে না কেউই। ভিন দেশ থেকে স্বদেশে ফিরলে জোরকদমে চলছে পরীক্ষা নিরীক্ষা৷ এমনটা ঘটেছিল বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুরের সঙ্গেও৷ সপ্তাখানেক আগে তিনি ফিরেছেন নিজের দেশে।

Kanika kapoor | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ ভালো নেই বাংলা, সেলিব্রিটিদের নিয়মভঙ্গ প্রশ্নের মুখে

যথারীতি চেক আপ হয় তাঁরও। কিন্তু তখন তাঁর রিপোর্ট বেরোয় নেগেটিভ। তবে, দিনকয়েক যেতে না যেতেই বাঁধে জ্বর। সঙ্গে কাশি। এরপর স্বাস্থ্য সজাগ গায়িকা করোনার পরীক্ষা করান। তাতে ধরা পড়ে তিনি আক্রান্ত।

নিজের শারীরিক অবস্থার কথা জানার পর থেকেই সকলের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছেন তিনি। নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে রয়েছেন গায়িকা।

একইভাবে বলিউডের প্রায় সব কারিগররাই আজ ঘরবন্দি। পরিবারের সঙ্গে আজ ব্যস্ত সকলে। ৩১ মার্চ অবধি সেখানেও বন্ধ শুটিং, প্রেস কনফারেন্স, সিনেমা হল, শপিং মল। সুতরাং ঘরই এখন একমাত্র ডেস্টিনেশন আবালবৃদ্ধবনিতা, তারকা সকলের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here