শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
এবার করোনা থাবা বসালো খোদ জেলা স্বাস্থ্য দফতরের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা বালুরঘাটের একটি সরকারি আবাসনে। জানা গেছে জেলা ল্যান্ড দফতরের ওই কর্মী গত ৩ জুন করোনায় রেড জোনে থাকা হাওড়া থেকে বালুরঘাটের সরকারি আবাসনে একাই ফিরে আসেন। ফিরে আসার পর তিনি বাজারহাট ঘুরে বেড়ালেও অফিসে যাননি বলেই জানা গেছে।
তবে গত তিন দিন ধরে তিনি জ্বর ও মাথা ব্যাথায় আক্রান্ত ছিলেন। জানাযায় এরপরে তিনি নিজেই এই নিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিকদের সাথে যোগাযোগ করলে তার সোয়াব টেস্ট করা হয়।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম জেলায় নতুন করে ৫ জন করোনা আক্রান্ত
গত রাত্রে তার রিপোর্ট পজিটিভ এলে তাকে বালুরঘাট নাট্য চর্চা কেন্দ্রের দ্বোতলায় নতুন এনেক্স ভবনের করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন বলে জানা গেছে। যদিও জেলা স্বাস্থ্য দফতর কিংবা প্রশাসনের তরফে এই নিয়ে কোন মুখ খোলা হয়নি এখনও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584