সিবিআইয়ের শীর্ষ দুই কর্মকর্তার কাদা ছোড়াছুড়ি অব্যাহত

0
102

ওয়েবডেস্কঃ

সিবিআইয়ের শীর্ষ দুই কর্মকর্তার কাদা ছোড়াছুড়ি অব্যাহত। অভিযোগ, পাল্টা অভিযোগ চলছেই। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনারকে দেওয়া এক চিঠিতে স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা তাঁর বস ডিরেক্টর অলোক ভর্মা ও জয়েন্ট ডিরেক্টর অরুণ কুমার ক্রমাগত তাঁকে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা করে চলেছেন।

১৫ ই অক্টোবর লেখা এই চিঠিতে তিনি অভিযোগ করেন যে সিবিআইয়ের শীর্ষ কর্মকর্তা একজন অফিসারকে গুজরাটে পাঠিয়েছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য প্রমাণ খুঁজতে।

শীর্ষ দুই সিবিআই কর্মকর্তা (ছবি -Livemint)

সিবিআই শীর্ষ কর্মকর্তাদের এই লড়াইয়ে নতুন করে সিবিআই আস্থানার নামে এফআইআর করে এই বলে যে এক মিডিল ম্যান আস্থানার নাম করে টাকা চায় আরেকটি বিষয়ে। যেদিন ভিজিলেন্স কমিশনারকে আস্থানা চিঠি লেখেন সেদিনই এফআইআরটি করা হয়।

আস্থানা হলেন ১৯৮৪- ব্যাচের গুজরাট ক্যাডারের (IPS) অফিসার। তিনি দীর্ঘদিন গুজরাটে বিভিন্ন দায়িত্ব পালন করছেন।(ছবি -সংগৃহীত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here