করোনা থাবা এবার আন্দামানের লুপ্তপ্রায় জনজাতির উপর, উদ্বিগ্ন প্রশাসন

0
115

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আন্দামানের লুপ্তপ্রায় জনজাতির মধ্যে করোনার থাবা। বহিরাগত সূত্রেই ছড়িয়েছে সংক্রমণ বলে অনুমান।আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে করোনার সংক্রমণের হদিস মিললো এবার।গ্রেট আন্দামানিজ জনজাতির পাঁচ জন কোভিড পজিটিভ হওয়ায় উদ্বিগ্ন প্রশাসন। এই জনজাতির জনসংখ্যা এখন মাত্র ৫০।

Tribe | newsfront.co
আন্দামানের লুপ্তপ্রায় জনজাতি। ছবিঃ বিবিসি

জরুরী ভিত্তিতে প্রশাসনের কাছে তৎপরতার আর্জি জানিয়েছে লন্ডনের সারভাইভ্যাল ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি সংস্থা, যারা আদিবাসীদের বিভিন্ন অধিকার রক্ষার স্বার্থে কাজ করে। এর মধ্যে জারোয়া জনজাতির মধ্যে কাজ করে এমন পাঁচ উন্নয়ন কর্মীর মধ্যে কোভিড সংক্রমণ ধরা পড়ায় উদ্বেগে প্রশাসন।

বিচ্ছিন্ন দ্বীপ সেন্টিনেলিস-সহ অন্যান্য দ্বীপপুঞ্জ গুলিতে চোরা শিকারিদের মতো বহিরাগতদের থেকে সংক্রমণ যাতে না ছড়ায় তা এখন প্রশাসনের কাছে বিরাট চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ আহমেদাবাদে ভেঙে পড়ল শপিং কমপ্লেক্স, অমৃতসরেও বাড়ির একাংশ ধসে পড়ায় মৃত ৩

জারোয়া, নর্থ সেন্টিনেলিস, ওঙ্গে , সম্পেন এই সব প্রান্তিক জনজাতিকে কিভাবে কোভিড সংক্রমণের হাত থেকে রক্ষা করা যায় এই উত্তর খুঁজছে প্রশাসন। চোরাশিকারী ও অবৈধ মৎস্য জীবীরা যাতে কোনোভাবেই দ্বীপ গুলিতে পৌঁছতে না পারে তার জন্য সমুদ্রে টহলদারী বাড়ানো হয়েছে, প্রয়োজনে আরও বাড়ানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here