মনিরুল হক, কোচবিহারঃ
করোনা মুক্ত কোচবিহারের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বিষ্ণুব্রত বর্মণ। ২১ জুলাই কর্মসূচির আগে সুস্থ হয়ে ওঠায় স্বস্তির হাওয়া তৃণমূল শিবিরে।
শনিবার তৃণমূল যুব সভাপতির দ্বিতীয় বার করোনা পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। রিপোর্ট নেগেটিভের কথা জানান কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান। তবে তিনি এখনও কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।
জ্বর ও পেটের সমস্যা নিয়ে গত শুক্রবার কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন কোচবিহার তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বিষ্ণুব্রত।
গতকাল তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। এরপরেই জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস তো বটেই, অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তাঁর সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা।
আরও পড়ুনঃ করোনাকে কাজে লাগিয়ে মোবাইলে প্রতারণা রুখতে তৎপর পুলিশ
এদিকে বিষ্ণুব্রত বর্মণের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার কিছুক্ষণ পরেই কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিংহের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা যায়। শাসক দলের ওই দুই নেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই কে বা কারা তাঁদের সংস্পর্শে এসেছিলেন তা নিয়ে দলের অন্দরেই উদ্বেগ তৈরি হয়। তবে এবার তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতির করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা হলেও স্বস্তিতে দলীয় নেতা কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584