আরও এক সপ্তাহের জন্য হরিয়ানায় বাড়ল করোনা বিধিনিষেধ

0
53

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

ফের বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি পেল হরিয়ানায়। কিছু শিথিলতার সহিত আরও এক সপ্তাহ জারি থাকবে রাজ্যে করোনা বিধিনিষেধ।

Lockdown | newsfront.co
প্রতীকী চিত্র

হরিয়ানা সরকার দ্বারা প্রকাশিত নতুন নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ১২ জুলাই পর্যন্ত বাড়ানো হল বিধিনিষেধের সময়সীমা। তবে ছাড় মিলেছে কিছু কিছু ক্ষেত্রে। সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সমস্ত দোকান খোলা থাকবে এবং মলগুলি সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। রেস্তোঁরা এবং বারগুলি ৫০ শতাংশ বসার ক্ষমতা, সামাজিক দূরত্ববিধি, নিয়মিত স্যানিটাইজেশন এবং কোভিড প্রটোকল মেনে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খুলতে পারে।

আরও পড়ুনঃ সোমবার লকডাউন ভেঙে কলকাতা পুরসভা ঘেরাও, বিক্ষোভের পরিকল্পনা বিজেপির

উল্লেখ্য, দেশে টানা ৭ দিন দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ হাজার ০৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৯৫৫ জনের এবং করোনামুক্ত হয়েছেন ৫২ হাজার ২৯৯ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ৩৫ কোটি ১২ লক্ষ ২১ হাজার ৩০৬ জনের। শনিবার মহারাষ্ট্রে সাত লক্ষেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে, যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here