এবার রায়গঞ্জ মেডিক্যালেও হবে করোনা পরীক্ষা

0
32

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

মালদহ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের পর এবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ। এবার রায়গঞ্জ হাসপাতালে শুরু হতে চলেছে কোভিড পরীক্ষা। আইসিএমআর-এর মান্যতা পেয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল।

RTCPR lab | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন হাসপাতালের প্রিন্সিপাল দিলীপ কুমার পাল জানান, ‘রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালকে আরটিপিসিআর কোভিড পরীক্ষা কেন্দ্র হিসেবে মান্যতা দিয়েছে।’

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে নতুন একজন করোনায় আক্রান্ত

তিনি জানান, ‘সবদিক বিচার বিবেচনা করার পর মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ল্যাব চালু করার বিষয়ে মান্যতা দেওয়া হয়েছে। নাইসেড থেকে টেস্ট কিট এসে পৌঁছলেই উত্তর দিনাজপুর জেলার কোভিড-১৯ পরীক্ষা রায়গঞ্জে শুরু হবে। মালদহ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আর পরীক্ষার জন্য নমুনা পাঠানোর প্রয়োজন হবে না। প্রাথমিকভাবে প্রতিদিন ২০০টি পরীক্ষা করার টার্গেট নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী সেই সংখ্যা বাড়ানো হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here