শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
গত ৫ই মার্চ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লকের বিডিও এবং ভারপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে এই সচেতনতা শিবির আয়োজিত হয়। সেই শিবিরের সিদ্ধান্ত অনুযায়ী আজ দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে ভাইরাস সম্পর্কিত সচেতনতা শিবির।
আরও পড়ুনঃ করোনা ভাইরাস রুখতে মাস্ক ও লিফলেট বিতরণ ডুয়ার্সে
এবং আজ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক নিখিল নির্মল এবং ভারপ্রাপ্ত আধিকারিকরা দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশের হিলি সীমান্তে করোনা ভাইরাস সম্পর্কে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেই সমস্ত কিছুই খতিয়ে দেখতে আজ ভারত-বাংলাদেশ হিলি সীমান্তে পরিদর্শন করেন।
আজ এই পরিদর্শক দলের সাথে জেলাশাসক নিখিল নির্মল ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রণব ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত সহ অন্যান্য আধিকারিকরা।
আজকে এই আধিকারিকগন হিলি সীমান্তের করোনা ভাইরাস সম্পর্কিত পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি করোনা ভাইরাস ঠেকাতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তা সমস্ত কিছুই খতিয়ে দেখেন। জেলার মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584