মনিরুল হক, কোচবিহারঃ
ক্ষুদে পড়ুয়াদের নোভেল করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে এবার ময়দানে নামলেন মহকুমা শাসক। বৃহস্পতিবার মাথাভাঙার মহকুমা শাসক যিতিন যাদব করোনা ভাইরাস নিয়ে ক্ষুদে পড়ুয়া ও তাঁদের অভিভাবক অভিভাবিকাদের মধ্যে সচেতনতা বাড়াতে হাজির হন মাথাভাঙা ১ নম্বর ব্লকের পচাগর জুনিয়ার বেসিক স্কুলে।
সেখানে তিনি ওই ভাইরাস থেকে বাঁচতে কি কি করতে হবে তা নিয়ে পরামর্শ দেন তিনি। অভিভাবকদের বেশী করে সচেতন হওয়ার জন্য আবেদন করেন।
এ বিষয়ে মহকুমা শাসক বলেন, “এই ভাইরাসের কোন প্রতিষেধক এখনও বের হয়নি। তাই সচেতন হওয়া অত্যন্ত জরুরী। ছাত্রছাত্রীদের যেমন সচেতন থাকতে হবে। তেমন অভিভাবক-অভিভাবিকাদেরও অনেক এগিয়ে আসতে হবে।
আরও পড়ুনঃ নির্বিঘ্নেই শেষ হল উচ্চ-মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা
এর পাশাপাশি ওই স্কুলের শিক্ষক সঞ্জীব রায় বলেন,“স্কুল কলেজ গুলোতে নোভেল ভাইরাস নিয়ে সচতেনতা বাড়াতে একটি নির্দেশ এসেছে। এদিন খোদ মহকুমা শাসক আমাদের স্কুলে এসে ওই ভাইরাস নিয়ে সচতেনতার বিষয়ে আলোচনা করে গেলেন। এতে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে।”
করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব জুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই আতঙ্ক এসে পড়েছে আমাদের দেশেও। দেশের অন্যান্য রাজ্যের সাথেও পশ্চিমবঙ্গ সরকারও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584