নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বিনা অনুমতিতে কলকাতায় ছুটিতে চলে যাওয়া রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের যে পাঁচ চিকিৎসকে শোকজ করা হয়েছিল, তাদের লালারসের পরীক্ষায় ‘নেগেটিভ’ রিপোর্ট এসেছে। ছেড়ে দেওয়া হয়েছে কোয়ারেন্টাইন থেকেও।
টেস্টের রিপোর্ট নেগেটিভ হওয়ার কারণে বৃহস্পতিবার থেকেই রায়গঞ্জ মেডিকেল কলেজে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন রায়গঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায়। এখনও যে চিকিৎসকরা বাইরে রয়েছেন, তারা ফিরে আসলে তাঁদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।
আরও পড়ুনঃ লকডাউনের নিয়ম ভেঙে অবস্থান বিক্ষোভ করার অভিযোগে গ্রেফতার ৯ বিজেপি কর্মী
উল্লেক্ষ্য, মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ছেড়ে প্রায় ২০ জন চিকিৎসক ও ছয় জন স্বাস্থ্যকর্মী কলকাতায় চলে যান।
তাঁদের বারংবার ফোন ও হোয়াটসঅ্যাপ মারফত মেডিকেল কলেজে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তাঁরা যোগাযোগ করেননি। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, “আতঙ্কের কোন কারণ নেই। এদিন পর্যন্ত সমস্ত রিপোর্ট নেগেটিভ এসেছে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584