নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চন্দ্রকোনার কামার গ্যেড়া এলাকা।ভাঙচুর করা হল,বাড়িতে আগুন ধরানো হল।ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।সমস্ত ঘটনার অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও এই ঘটনায় বিজেপি কোনোভাবেই জড়িত নয় এটা তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।
তৃণমূলের অভিযোগ,চন্দ্রকোনা টাউনের কামার গ্যেড়া এলাকায় আলী হোসেন দীর্ঘদিনের সক্রিয় তৃণমূলের কর্মী নির্বাচনের পর থেকেই বিভিন্ন ভাবে বিজেপির পক্ষ থেকে হুমকি আসছিল বলে জানান,এরই ফলস্বরূপ রবিবার রাত্রি নটা নাগাদ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয় মারধোর করা হয় ওনার স্ত্রীকে এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয় বলে অভিযোগ করা হয়।আলি হোসেন বলেন “রাত্রি নয় টা নাগাদ প্রায় ৩০ জনের মতো এলাকার বিজেপির লোক জন আমার বাড়িতে হামলা চালায় ভাঙচুর করা হয় আমার বাড়ি ও একটি গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয় তারা এর ফলে পুড়ে মারা গেছে দুটি ছাগল।”তিনি বলেন “আমায় হুমকি দিয়েছে যে তৃনমূল করলে পুরো বাড়ি জ্বালিয়ে দেবে বলেছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584