নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সম্প্রতি দেশের জাতীয় স্তরের রাজনৈতিক দলগুলি বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে প্রাপ্ত অনুদানের তথ্য পেশ করেছে। সেই তথ্য অনুযায়ী দেখা গিয়েছে ২০১৭-১৮-এর তুলনায় ২০১৮-১৯ অর্থবর্ষে কর্পোরেট সংস্থাগুলির থেকে প্রাপ্ত অনুদানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১০৯ শতাংশ। এডিআর জানিয়েছে নির্বাচন কমিশন থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।
বিজেপি, কংগ্রেস, এনসিপি, তৃণমূল এবং সিপিএম— এই পাঁচটি জাতীয় দলের প্রাপ্ত অনুদান নিয়ে সংস্থাটি এই বিশ্লেষণের কাজ করেছে। ২০১৯-২০ অর্থবর্ষে জাতীয় দলগুলি ৯২১.৯৫ কোটি টাকা অনুদান হিসাবে পেয়েছে বিভিন্ন ব্যবসায়ী এবং কর্পোরেট সংস্থার থেকে। এই প্রাপ্তির তালিকায় একেবারে শীর্ষে রয়েছে বিজেপি। ২০২৫ টি কর্পোরেট থেকে তারা পেয়েছে ৭২০.৪০৭ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস তবে গেরুয়া ব্রিগেডের থেকে অনেকটাই পিছিয়ে তারা। কংগ্রেসের প্রাপ্ত অনুদান ১৩৩.০৪ কোটি টাকা এবং তা দিয়েছে ১৫৪টি কর্পোরেট সংস্থা। এনসিপি ৩০টি সংস্থার থেকে ৫৭.০৮৬ কোটি টাকা অনুদান পেয়েছে। অন্য দিকে সিপিএম কোনও অনুদান পায়নি কর্পোরেট সংস্থার থেকে। তবে ইলেক্টোরাল ট্রাস্ট থেকে প্রাপ্ত অনুদানে তৃণমূল কিন্তু এগিয়ে এনসিপি-র থেকে। কর্পোরেট সংস্থা থেকে কোন অনুদান পায়নি সিপিএম।
আরও পড়ুনঃ মোদী সম্পর্কে মন্তব্যের জেরে এপিডিআর সম্পাদক রঞ্জিত শূরকে আইনি নোটিস বিজেপি নেতার
এডিআর-এর রিপোর্টে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষে ইলেক্টোরাল ট্রাস্ট জাতীয় দলগুলির সবচেয়ে বড় দাতা। দলগুলি অনুদানের ৪৩ শতাংশ অর্থাৎ মোট ৩৯৭.৮২ কোটি টাকা পেয়েছে এই ট্রাস্ট থেকে। সেখান থেকে প্রাপ্ত অনুদানের পরিমাণ ১৪৬.৩৮৮ কোটি টাকা। ট্রাস্ট থেকে বিজেপি, কংগ্রেস, তৃণমূল এবং এনসিপি সর্বাধিক অনুদান পেয়েছে। বিজেপি পেয়েছে সর্বাধিক ৩২৩.২৩ কোটি টাকা, তার পর রয়েছে কংগ্রেস পেয়েছে ৭১ কোটি টাকা, তৃণমূল পেয়েছে ২ কোটি টাকা এবং এনসিপি মাত্র (দেড় কোটি টাকা পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ভারতী এন্টারপ্রাইজের প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট দিয়েছে সবথেকে বেশি অনুদান । তারা বিজেপি এবং কংগ্রেসকে সব মিলিয়ে ২০১৯-২০ অর্থবর্ষে ৩৮ বার অনুদান দিয়েছে। বিজেপি-কে দিয়েছে ২১৬.৭৫ কোটি টাকা এবং কংগ্রেসকে ৩১ কোটি টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584