নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
একটি ইলেক্ট্রনিক মিডিয়ার টক শো-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে মন্তব্যের প্রেক্ষিতে বিশিষ্ট মানবাধিকার কর্মী তথা মানবাধিকার সংগঠন এপিডিআর-এর সম্পাদক রঞ্জিত শূরকে আইনি নোটিস পাঠালো বিজেপি।
রামপুরহাট হত্যাকান্ড প্রসঙ্গে এক ইলেক্ট্রনিক মিডিয়ার টক শো-তে রঞ্জিত বাবু বলেন ‘গুজরাত গণহত্যার অন্যতম কারিগর ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’। ঐ টক শো-তে বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবেই তিনি তৎক্ষণাৎ রঞ্জিত বাবুর বক্তব্যের বিরোধিতা করেন। যেকোন ‘গণতান্ত্রিক’ আলোচনায় মত এবং বিরুদ্ধমত থাকাটাই স্বাভাবিক। এর পরে সোমবার হঠাৎ করেই একটি আইনি নোটিস পান রঞ্জিত বাবু।
আরও পড়ুনঃ ইডি আধিকারিকদের তলব করতে পারবে না পশ্চিমবঙ্গ পুলিশ, দিল্লি হাইকোর্টের রায়ে বড় ধাক্কা রাজ্যের
বিজেপির পাঠানো আইনি নোটিসের কথা জানার পরেই নিউজ ফ্রন্টের তরফে যোগাযোগ করা হয় এপিডিআর সম্পাদক রঞ্জিত শূরের সঙ্গে। নিউজ ফ্রন্ট প্রতিনিধিকে রঞ্জিত বাবু বলেন, “বিজেপি নেতা কল্যান চৌবের তরফে তাঁর আইনজীবী আমাকে যে নোটিস পাঠিয়েছেন তাতে বলা হয়েছে গুজরাত দাঙ্গা সংক্রান্ত যাবতীয় মামলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইতিমধ্যেই ক্লিনচিট দিয়েছে আদালত। এরপরেও আমার করা মন্তব্য আদালত অবমাননার সামিল।“ আইনি নোটিসে দাবি করা হয়েছে যে, আগামী ৭ দিনের মধ্যে জন সমক্ষে এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে রঞ্জিত বাবুকে এবন তা প্রকাশ করতে হবে সমস্ত সামাজিক মাধ্যমেও। অন্যথায় যথাযথ ধারায় এপিডিআর সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা হবে মামলা।
আরও পড়ুনঃ কারণ ব্যক্তিগত! এসএসসি সহ ১০ মামলা থেকে সরে দাঁড়ালো বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ
উল্লেখ্য, গত ২৭ মার্চ রঞ্জিত শূর ফের এপিডিআর-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন, এরপরেই ২৮ মার্চ তাঁকে পাঠানো হয় লিগ্যাল নোটিস। যদিও সে চিঠি তিনি পেয়েছেন সোমবার। রঞ্জিত বাবু জানান সংস্থার আইনজীবীর পরামর্শ নিচ্ছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584