পিয়ালী দাস, বীরভূমঃ
পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতিদের নাম ঘোষণা করলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দলের জেলা কমিটির বৈঠক ছিল।সেখানেই চূড়ান্ত হয় পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের তালিকা।২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে বোর্ড গঠনের কাজ।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রতবাবু বলেন, “আজ ঘোষণা হল কে পঞ্চায়েত সমিতির সভাপতি,কে সহ সভাপতি হবে।” কর্মীদের কি বার্তা দেওয়া হল?প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বার্তা দেওয়া হল যদি এক বছরের মধ্যে দুর্নীতি করো প্রদেশকে জানাব।
দলকে জানিয়ে তাকে সরিয়ে দেওয়া হবে।”অনুব্রতবাবু আরও বলেন,”গ্রাম পঞ্চায়েত তো অনেকটা হয়ে গেছে।শান্তিপূর্ণভাবেই হয়েছে। জেলা পরিষদের তালিকারও অনুমোদন হয়ে গেছে।২৩ তারিখের পর ঘোষণা করব। অনেক দিন অনেক কাজ বাকি আছে।তাই এবার কাজ করতে বলেছি।বলেছি, মানুষের হয়ে কাজ করো।মানুষকে পরিষেবা দাও।”ধর্মীয় সম্প্রীতির কথা উল্লেখ করে বলেন,”আমরা হিন্দু মুসলিম একসঙ্গে মহরম করি। হিন্দু মুসলিম একসঙ্গে দুর্গাপুজো করব।”তিনি এও বলেন আগামী ২৮ তারিখ বীরভূম জেলা পরিষদ গঠন করা হবে।
আরও পড়ুনঃ অনির্দিষ্টকাল ট্রাক ধর্মঘট বীরভূমে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584