নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
গত শুক্রবার ডোমকল পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার চাকি মহকুমাশাসককে উদ্দেশ্য করে আক্রমণ করার পাশাপাশি অকথ্য ভাষায় গালাগালি করেন। এবং তাকে হেনস্তাও করেন বলে অভিযোগ করেন এসডিও রাজিব মন্ডল।
সেই ঘটনা নিয়ে তৃণমূলের জেলা নেতৃত্ব আজ মহকুমাশাসকের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন। জানা গেছে যে, তৃণমূলের একটি প্রতিনিধি দল এসডিও’র কাছে আসেন। দলে ছিলেন জেলা সহ-সভাপতি অশোক দাস, ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা বিবি, টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল।
এদিন ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম জানান যে, সত্যিই জঘন্যতম ঘটনা ঘটিয়েছেন আমাদের সদস্য প্রদীপ চাকি। তার এই ঘটনার জন্য আমরা সকলে এসডিও’র কাছে ক্ষমাপ্রার্থী।
আরও পড়ুনঃ পথচলা শুরু করলো দাসপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম
অন্যদিকে জেলা সহ সভাপতি অশোক দাস বলেন, আজ দলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এসডিও’র সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য প্রদীপ চাকিকে দল ও পৌরসভার সমস্ত দায়িত্ব থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল। তার এই ব্যবহারের জন্য দলের মাথা নীচু হয়ে গিয়েছে।। তাই আমরা দলের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584