শ্যামল রায়,কাটোয়াঃ
লোকসভা নির্বাচনে কাটোয় বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবির ফলে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।
অভিযোগের আঙুল উঠেছে বিধানসভার বিধায়ক তথা কাটোয়া পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দিকে।
মঙ্গলবার বসেছিল কাটোয়া পুরসভা কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক।
পূর্ব বর্ধমানের কাটোয়া পুরসভার পুরবোর্ড মিটিং চলছিল মঙ্গলবার।বোর্ড মিটিং শুরুর কিছুক্ষণের মধ্যেই ধুন্ধুমার কাণ্ড।তৃণমূল কংগ্রেস পরিচালিত কাটোয়া পুরসভার বোর্ড মিটিং চলাকালীন পুরপ্রধান তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে উড়ে আসে কাঁচের গ্লাস জলের বোতল।
এই ঘটনায় দুজন কাউন্সিলর জখম হন।৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সুফল রাজোয়ার,১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জীব মুখার্জ্জী।অভিযোগের তির তিন কাউন্সিলারের দিকে।
অভিযুক্ত কাউন্সিলারা হলেন প্রাক্তন পুরপ্রধান তথা ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর অমর রাম,৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্যামল ঠাকুর,১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রণব দত্ত।
কাটোয়া পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ যে,তাঁকে প্রাণে মারার চেষ্টা করেন তিন কাউন্সিলর।বিজেপিতে যাওয়ার পথ পরিস্কার করতেই তারা একাজ করেছে বলে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দাবী করেন।
অভিযুক্ত তিন কাউন্সিলার পুরপ্রধানের অভিযোগ অস্বীকার করে তারা বলেন যে,দুর্নীতিগ্রস্থ পুরপ্রধানের পদত্যাগের দাবীতে আমরা মিটিংয়ে সরব হয়েছিলাম।বোর্ড মিটিং ভেস্তে দিল পুরপ্রধান তখন পুরপ্রধানের ঘরের সামনে বসে পড়েন তাঁরা।
এই ঘটনায় কাটোয়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে এসে পড়ল বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছেন।
আরও পড়ুনঃ জেলায় এসেই অর্পিতা দলে ফেরালেন বহিষ্কৃত নেতাকে
এই ঘটনাকে কেন্দ্র করে কাটোয়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
তৃণমূল কংগ্রেসের অন্দরে ব্যাপক গোষ্ঠী কোন্দল এর বহিঃপ্রকাশ ঘটলো এদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584