নিজস্ব সংবাদদাতা,রানাঘাটঃরবিবার সকালে জমি দেখতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মৃত দম্পতির নাম রাজেশ মন্ডল ও তার স্ত্রী মামনি মন্ডল। একমাত্র ছেলে পল মন্ডল বেঁচে আছেন রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এদিন ঘটনাটি ঘটেছে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে রানাঘাট এলাকায়।
কানাইঘাট থানার পুলিশ লরিটিকে আটক করলেও চালক ও খালাসি চালক পলাতক।
এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে যে এদিন রাজেশ মন্ডল তার স্ত্রী এবং ছেলে পলকে নিয়ে নতুন জমি কিনেছে সেই জায়গা দেখতে বাড়ি থেকে বের হয়েছিল। ৩৪ নম্বর জাতীয় সরক দিয়ে বাইকে যাচ্ছিলেন রাজেশ মন্ডল।
উল্টো দিক থেকে একটি লরি এসে মোটরবাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রাজেশ মন্ডল এবং তার স্ত্রী মামনি মন্ডল রাস্তায় পড়ে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাদের একমাত্র ছেলে পল মন্ডল ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। প্রাণে না মরলেও মারাত্মকভাবে জখম হয়ে চিকিৎসাধীন রানাঘাট মহাকুমা হাসপাতালে।
পথদুর্ঘটনা কেন্দ্র করে সাময়িকভাবে যানজট সৃষ্টি হয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে।
ফিচার ছবি সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584