নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা সংকটের মধ্যে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা প্রতিনিয়ত যেভাবে কাজ করে যাচ্ছেন, সেই বিষয়টিকে সম্মান জানিয়ে শুক্রবার তাদের হাতে পিপিই কিটস তুলে দিলেন ইসলামপুরের দুই ব্যবসায়ী তাপস পাল ও চৈতালি পাল দেবনাথ।
তাপস বাবু বলেন, ‘এই পি পিই কিটস বিশেষ করে চিকিৎসক, নার্স তথা স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি সাংবাদিকদেরও প্রয়োজন। সাংবাদিকরা খবর সংগ্রহের জন্য ঝুঁকি নিয়ে এই প্রতিকূল পরিস্থিতিতে দিনরাত কাজ করে যাচ্ছেন। স্থানীয় মানুষজন ঘরে বসে খবরের কাগজ কিংবা বৈদ্যুতিন মাধ্যমের সেই খবর পড়তে পারছেন এবং দেখতে পাচ্ছেন। তাই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যাতে সংবাদ সংগ্রহের সময় এই কিটস ব্যবহার করেন তার জন্যই তাদের হাতে তুলে দেওয়া হয় এই কিটস।
আরও পড়ুনঃ রায়গঞ্জ পুর কর্তৃপক্ষের সঙ্গে বর্তমান পরিস্থিতি বিষয়ে খোঁজ পুরমন্ত্রীর
উল্লেখ্য, তাপস পাল একজন ঔষধ ব্যবসায়ী এবং চৈতালি পাল দেবনাথ একজন বিউটিশিয়ান। ওই দম্পতির উদ্যোগেই মূলত এই কিটস বিতরণ করা হলো। সকলের হাতে তুলে দিতে পেরে রীতিমত খুশি ওই দম্পতি। ইসলামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সুশান্ত নন্দী জানান, ‘এই পরিস্থিতিতে কতটা ঝুঁকি নিয়ে সাংবাদিকদের কাজ করতে হচ্ছে, তা যে ওই ব্যবসায়ী দম্পতি বুঝতে পেরে এগিয়ে এসেছেন তাতে আমরা কৃতজ্ঞ।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584