রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির পাঁচদফা দাবি নিয়ে আন্দোলন চলছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় মুর্শিদাবাদে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল।
আগামীদিনে যে সংগঠনের রাজ্য সম্মেলন আছে তারই আনুষ্ঠানিক কর্মসূচীর জন্য কমিটি গঠন হল। আদালত কর্মচারীদের বিভিন্ন দাবী পূরণের জন্য আন্দোলন প্রক্রিয়া কিভাবে এগিয়ে নিয়ে যাবে সে বিষয়ে রাজ্য ও জেলার প্রতিনিধিগণ আলোচনা করলেন।
পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির দাবিগুলি নিম্নলিখিতঃ
১ – মাননীয় ট্রাইবুনালের নির্দেশ মত বকেয়া মহার্ঘ্য ভাতা মিটিয়ে দিতে হবে।
২- রোপা ২০১৯ সংশোধন করতে হবে এবং ভবিষ্যতে কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা প্রদান ও নিশ্চিত করতে হবে।
৩ – সেরেস্তাদার, প্রবীণ সেরেস্তাদার এবং সিএও পদের পে-স্কেল বৃদ্ধির নির্দেশনামা দ্রুততার সঙ্গে সঠিক ভাবে প্রকাশ করতে হবে।
৪- সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশমত অবিলম্বে শেটি কমিশনের বাকি সুপারিশ গুলো কার্যকর করতে হবে।
৫- ক্রিমিনাল কোর্ট ও সিভিল কোর্টের ছুটির বৈষম্যের হ্রাস ঘটিয়ে অতিরিক্ত অ্যালাউন্স চালু করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584