গায়িকা নেত্রী গান শুনিয়েই ভোট প্রচার

0
72

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ মনমুগ্ধ গান গেয়ে দলীয় প্রার্থীদের হয়ে ভোট প্রচার করচ্ছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ। গানের মাধ্যমেই সাধারণ মানুষের মন জয় করে নিচ্ছেন তৃণমূল নেত্রী। যেখানেই প্রচারে যাচ্ছেন সাধারণ মানুষের সর্বশেষ দাবি থাকছে গান শোনানোর। আর এই দাবি পালনের যথাযথ চেষ্টাও করেন তিনি।

পঞ্চায়েত ভোট দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তারিখ ঠিক না হলেও সব রাজনৈতিক দলই প্রচারে নেমে পড়েছে। লড়াই এর ময়দানে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ সকলেই। ইতিমধ্যে প্রচারে আসতে শুরু করেছে জেলার হেবি ওয়েট নেতারা। নিজ নিজ দলের প্রার্থীদের হয়ে প্রচার চালাতে এখন বেজায় ব্যস্ত দলীয় নেতা মন্ত্রীরা।
এদিকে মনোনয়ন জমা দেওয়ার সময় থেকেই জেলায় রয়েছে বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ। দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করতে সারা জেলা ছুটচ্ছেন। তবে অর্পিতাদেবীর প্রচারের ভাবনাটা একটু অন্যরকম। শুধু উন্নয়ন বা বিরোধী বিঁধে প্রচার নয়, সঙ্গে থাকছে নানান গানও। প্রত্যেক প্রচারেই নিজের গলায় গান করছেন সাংসদ। এবং তার সেই গানের সঙ্গে রীতিমতো তাল মেলাচ্ছেন অন্যরাও।
নাট্যকার হিসেবেই পরিচিত অর্পিতা ঘোষ। ২০১৪ লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে অর্পিতা ঘোষকে প্রার্থী করেন মমতা ব্যানার্জী। বিপুল ভোটে জয়ী হন তিনি। একজন নাট্যকার হওয়ায় জেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও হাজির থাকেন অর্পিতা ঘোষ।
প্রচারে গানের পাশাপাশি অর্পিতা ঘোষ বলেন, বাংলার মানুষ বিজেপিকে কোনও দিনও মেনে নেবে না। বিজেপি ভোট চাইতে গেলে বলবেন, ১৪ই মে’এর পরেরদিন আসবেন, চা খাওয়াবো। এখন আপাতত নমস্কার জানিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দিন। আর বামফ্রন্ট এলে দরজাটা খুলে বলুন ৩৪ বছর এখন বিশ্রাম নিন। ৩৪ বছর পর দেখা হবে।
এছাড়াও পথসভায় তিনি বলেন, চোখ খুলে শুধু ঘাসফুল দেখুন। মমতা ব্যানার্জী আর ঘাসফুল, এই ছাড়া পশ্চিমবঙ্গে আর কিছু নেই। তাই উন্নয়ণের সাথী মমতা ব্যানার্জীর হাত শক্ত করতে তৃণমূল প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here