নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্ডিয়ার প্রাক্তন কর্তা আকর প্যাটেলের বিরুদ্ধে সিবিআই-এর জারি করা লুক আউট নোটিস অবিলম্বে প্রত্যাহার করার নির্দেশ দেয় আদালত। শুধু তাই নয়, আদালত বলে সিবিআই ডিরেক্টর-কে লিখিত ভাবে ক্ষমা চাইতে হবে আকর প্যাটেলের কাছে। আদালতের নির্দেশের পরেও শুক্রবার রাতে প্যাটেলকে ফের আটকায় বেঙ্গালুরু বিমানবন্দরে। অভিবাসন আধিকারিকরা জানান আকর প্যাটেলের বিরুদ্ধে থাকা ‘এক্সিট কন্ট্রোল’ নোটিস আদৌ প্রত্যাহার করেনি সিবিআই। এবং সিবিআই-এর তরফে লিখিত ভাবে ক্ষমা চাওয়াও হয়নি।

আকর প্যাটেল আদালতে জানান যে, বেঙ্গালুরু বিমানবন্দরে অভিবাসন দপ্তরের আধিকারিকরা তাঁকে জানিয়েছেন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল -এর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন FCRA অনুযায়ী মামলা দায়ের করেছে কেন্দ্র। আদালত এই প্রেক্ষিতে কড়া নির্দেশ দেয় সিবিআই-কে।
আরও পড়ুনঃ শোয়েব আলম, জাভেদ, আনাস ও গুলফাম কে দিল্লি দাঙ্গার অভিযোগ থেকে মুক্তি দিল আদালত
গতমাসে একই ঘটনা ঘটে সাংবাদিক রানা আয়ুবের সঙ্গেও। করোনা অতিমারির সময়ে কেন্দ্রের অপরিকল্পিত লকডাউন ঘোষণার পরিপ্রেক্ষিতে তাঁর সংস্থা পরিযায়ী শ্রমিকদের জন্য বা অন্যান্য নানা ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া গরীব মানুষদের পাশে দাঁড়ায় ত্রাণ নিয়ে। সেক্ষেত্রেও রানার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে ইডি। একটি আন্তর্জাতিক সাংবাদিক উৎসবে যোগ দিতে লন্ডন যাওয়ার কথা ছিল তাঁর। মুম্বাই বিমানবন্দরে তাঁকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়, জানানো হয় ইডি-র তদন্তের কারণে দেশ ছাড়তে পারবেন না তিনি। উল্লেখ্য, রানাকে বিমানবন্দরে আটকানোর পরে তাঁকে ইডির তরফে ইমেল মারফৎ ১ এপ্রিল ইডি দপ্তরে হাজিরা দেওয়ার সমন পাঠানো হয়। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন রানা, এক্ষেত্রেও আদলত কড়া পদক্ষেপ নেয় এক্ষেত্রেও। বিদেশ যাওয়ার অনুমতি মেলে সাংবাদিক রানা আয়ুবের।
আরও পড়ুনঃ শ্রীলঙ্কার চরম আর্থিক সঙ্কটের জন্য দায়ী একাধিক ভুল অর্থনৈতিক সিদ্ধান্ত বলছে ওয়াকিবহাল মহল
তাৎপর্যপুর্ণ বিষয় হল এঁরা সকলেই মোদী সরকারের কট্টর সমালোচক। প্রশ্ন উঠছে শুধুমাত্র সরকার বিরোধিতার কারণেই কি বারে বারে কেন্দ্রীয় সংস্থার হেনস্থার মুখে পড়তে হয় মোদী সমালোচকদের?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584