মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূল ছাত্র নেতা মাজিদ আনসারির খুনের ঘটনায় ধৃত সুরজ হোসেন ওরফে স্পিড বয়কে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত।ধৃতকে আজ কোচবিহার জেলা আদালতে তোলে পুলিশ।বিচারকের কাছে ধৃতকে চোদ্দদিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ,কিন্তু বিচারক ধৃতকে সাত দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন।বুধবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শীতলখুচির একটি গ্রাম থেকে মাজিদ খুনে অন্যতম অভিযুক্ত সুরজ ওরফে স্পিড বয়কে গ্রেফতার করে পুলিশ।
আজ তাকে আদালতে তোলা হয়।এই নিয়ে মাজিদ হত্যা মামলায় মোট তিন জনকে গ্রেফতার করল পুলিশ।এর আগের ধৃত মুন্না খান ও জাহিরুল হককে এদিন আদালতে তোলা হলে তাদের চোদ্দদিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতভর জেরায় ভেঙে পড়েছে মাজিদ হত্যা কাণ্ডের অন্যতম অভিযুক্ত সুরজ।তার দেওয়া তথ্যের ভিত্তিতেই গুলিকাণ্ডে ব্যবহৃত একটি বাইক উদ্ধার করেছে পুলিশ।মাজিদ খুন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছে সুরজ।তার থেকে সূত্র পেয়েই কোচবিহার ১ নম্বর ব্লকের চিলকিরহাট এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে গুলিকাণ্ডে ব্যবহৃত মোটরবাইকটি উদ্ধার করে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584