মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
অবশেষে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে স্বীকৃত দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। প্রাপ্তবয়স্কদের জন্য আপদকালীন ব্যবহারের অনুমোদিত করোনা টিকার তালিকায় এবার কোভ্যাক্সিনকেও যুক্ত করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দীর্ঘ টালবাহানার পর কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিয়েছে হু। ফলে এবার কোভ্যাক্সিন টিকা প্রাপকরা বিশ্বের অনেক দেশেই যেতে পারবেন বলে আশা করছেন চিকিৎসকরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্সিনকে স্বীকৃতি দেওয়ার পর চিকিৎসকরা বলেন, এটি অত্যন্ত বড় খবর। প্রত্যেক ভারতীয়কে, যাঁরা ভারতীয় প্রযুক্তির উপর বিশ্বাস রেখেছেন, তাঁদের প্রত্যেককে অভিনন্দনও জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা কুর্নিশ জানিয়েছেন আইসিএমআরকে এবং ভারত বায়োটেককে। শুধু তাই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্সিনকে স্বীকৃতি দেওয়ায় ভারতীয়দের জন্য অনেকটা সুবিধা হল বলেও মনে করছেন চিকিৎসকরা। এতদিন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত একমাত্র ভারতীয় করোনা টিকা ছিল কোভিশিল্ড।
বিশ্বের বাইরের দেশে কোভিশিল্ডের শংসাপত্র গ্রহণযোগ্য হলেও কোভ্যাক্সিনের শংসাপত্র এতদিন গ্রহণযোগ্য ছিল না। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর স্বীকৃতি পাওয়ার পর বিশ্বের অনেক দেশেই এবার গ্রহণযোগ্য হবে কোভ্যাক্সিনের শংসাপত্রও। ফলে যে সকল কোভ্যাক্সিন টিকা প্রাপকরা বিদেশযাত্রা করবেন, তাঁদের অনেকটাই সুবিধা হল। এমনটাই মনে করছেন চিকিৎসকরা।
আরও পড়ুনঃ স্বাভাবিক হয়নি আরজি কর হাসপাতাল, মামলা ফেরাল হাইকোর্ট, রেগুলার বেঞ্চে আবেদনের নির্দেশ
উল্লেখ্য, কোভ্যাক্সিন প্রস্তুতকারী হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক কোভ্যাক্সিনের আপদকালীন ব্যবহারের জন্য গত ১৯ এপ্রিল ইওআই বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। এরপর সবরকম মূল্যায়নের জন্য কোভাক্সিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের কাছ থেকে অতিরিক্ত কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অবশেষে সব তথ্য মূল্যায়ন করার পর কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584