করোনা আবহে স্কুল-কলেজ বন্ধ থাকায় চরম সংকটে ফেরি ব্যবসায়ীরা

0
59

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

মহামারি করোনা ভাইরাসের কারণে দেখতে দেখতে কেটে গিয়েছে ছয়মাস, বন্ধ রয়েছে স্কুল, কলেজ, পুজো পার্বণের সব অনুষ্ঠান। কবে ফিরবে সেই আগের পরিস্থিতি এখনও অজানা রাজ্যবাসীর। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত চকচাঁদপোতা গ্রামে ফেরি ব্যবসায়ী নিমাই গুছাইৎ-র বাড়ি গিয়ে জানাগেল, নিমাইবাবু আমলকী ও লজেন্স বিক্রি করে সংসার চালাতেন।

salesman | newsfront.co
ফেরি ব্যবসায়ী নিমাই গুছাইৎ ৷ নিজস্ব চিত্র

দীর্ঘ ছয় মাস করোনা আবহে স্কুল- কলেজ, পুজো -পার্বন না হওয়ায় বাড়িতে বসে রয়েছে নিমাই বাবু। জানা গিয়েছে নিমাই বাবুর বাড়িতে রয়েছেন স্ত্রী ও এক কন্যা সন্তান সে মানসিক প্রতিবন্ধী। এখন তিনি বয়সের কারণে অন্যকোন জীবিকারও সন্ধান করতে পারছেননা ৷

আরও পড়ুনঃ টাইম প্রকাশিত প্রভাবশালী তালিকায় মোদীর সাথে শাহীনবাগ আন্দোলনের মুখ বিলকিস বেগম

wife of salesman | newsfront.co

লিলি গুছাইৎ ৷ নিজস্ব চিত্রচরম আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন নিমাই বাবুর পরিবার। এই রকমই চূড়ান্ত দুর্বষহ অবস্থায় দিন কাটাচ্ছেন রাজ্যের হাজার হাজার ফেরিব্যবসায়ী ৷ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। নিমাইবাবুর স্ত্রী লিলি গুছাইৎ জানান, খুব কষ্টের মধ্যে দিন কাটছে আমাদের।

আরও পড়ুনঃ একটানা বৃষ্টিতে জলমগ্ল ফাঁসিদেওয়া

salesman house | newsfront.co
নিজস্ব চিত্র

সরকারি সাহায্য বলতে রেশানিং সাহায্য আর একশো দিনের কাজের টাকায় দিন কাটাতে হচ্ছে । দক্ষিণ নারকেলদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব বেরা জানান, ওনাদের সব ধরণের সাহায্য ও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here