জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
রবিবার বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকার এক মহিলা খুব অসুস্থ বোধ করে। সেই পরিস্থিতিতে অক্সিজেন লেভেল কমতে থাকলে তৎক্ষনাৎ তার স্বামী সমাজসেবী তথা ডক্টর মোহনলাল রশিদকে ফোন করেন এবং জানান তার স্ত্রীর শরীর খুবই অসুস্থ।

এরপর ডক্টর মোহনলাল রশিদের উদ্যোগে রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে বহরমপুরের ইন্দ্রপ্রস্থ নিবাসী পূর্ণিমার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাকে চিকিৎসার পরামর্শ এবং অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হয়।

ডক্টর মোহনলাল রশিদের এই উদ্যোগ ও বহরমপুর রেড ভলেন্টিয়ারের তৎপরতাকে বহরমপুরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন সাধুবাদ জানিয়েছেন। এদিনের এই কর্মসূচিতে ডক্টর মোহনলাল রশিদ ছাড়া সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সাগ্নিক সরকার, কৃষ্ণেন্দু ভৌমিক, শুভম রায় চৌধুরী ও সুশোভন সহ প্রমুখেরা।
আরও পড়ুনঃ বন্ধ স্কুল! খোলার দাবিতে হিরক রাজার দেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুরাত আলী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584