নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
নির্বাচন কমিশনের নির্দেশে রবিবার থেকে শুরু হল নির্বাচন কর্মীদের করোনার টিকাকরণ । আলিপুরদুয়ার জেলা হাসপাতালের উদ্যোগে ভোট কর্মীদের করোনার টিকা দেওয়ার কাজ শুরু হয়। করোনা টিকাকরণের প্রথম দিন প্রায় ১০০ জন ভোট কর্মী করোনার টিকা নিয়েছেন।
তবে করোনা টিকাকরণের প্রথম দিনে মহিলা ভোট কর্মীদের সংখ্যা ছিল বেশি। এদিন প্রায় ৭০ জন মহিলা ভোট কর্মী করোনার টিকা নিয়েছেন। জেলা স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, আগামী এক সপ্তাহ এই টিকা দেওয়ার কাজ চলবে। দ্বিতীয় পর্যায়ের টিকা দেওয়ার কাজ শুরু হবে এক মাস পরে ৷
আরও পড়ুনঃ মেদিনীপুর জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার দাবিতে বিজেপির ডেপুটেশন
আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মণ জানিয়েছেন, খুব ভালো ভাবেই এই টিকাকরণের কাজ শুরু হয়েছে। জেলার সমস্ত ভোট কর্মীদের এই টিকা দেওয়া হবে। জেলার প্রায় তিনশ জন ভোট কর্মীকে এই টিকা দেওয়া হবে।
পোলিং অফিসার মলয় কুমার মৈত্র জানান, সকল ভোট কর্মীদের কাছেই করোনার টিকা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। জেলার ১৫ টি জায়গার যেকোন একটি থেকে এই টিকা নিতে পারবেন ভোটকর্মীরা ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584