স্থায়ী চাকরির দাবিতে জেলা শাসকের দফতরে বিক্ষোভ কোভিড স্বেচ্ছাসেবকদের

0
75

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মহামারি করোনা উপদ্রুত পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অনেক স্বেচ্ছাসেবক এগিয়ে এসেছিলেন মহামারি করোনা পরিস্থিতিতে সহযোগিতার জন্য। বিনা পারিশ্রমিকে প্রশাসনকে সহযোগিতা করেছিলেন এই স্বেচ্ছাসেবকরা। বর্তমানে স্থায়ী চাকরির দাবিতে জেলাশাসকের দপ্তরে হাজির হলেন তাঁরা।

protest | newsfront.co
বিক্ষোভ ৷ নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলাতে এমন কয়েক হাজার যুবক- যুবতী শহর ও গ্রাম অঞ্চল গুলিতে করোনা মোকাবিলায় সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। কোভিড ভলেন্টিয়ার হিসেবে এদের কেউ কেউ করোনা চিকিৎসার হাসপাতালে, অনেকেই আবার কনটেইনমেন্ট জোন এলাকাতে মানুষকে সহযোগিতার কাজ করেছিলেন।

আরও পড়ুনঃ স্থায়ীকরণ-বেতন বৃদ্ধির দাবিতে সিএসপি-র ডেপুটেশন

এ সমস্ত ভলেন্টিয়াররা জানাচ্ছেন পুলিশের পক্ষ থেকে তাদের কাজে লাগানো হয়েছিল। বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাসেবী হিসেবে তারা কাজ করেছিলেন।এই সম্বন্ধে একজন স্বেচ্ছাসেবক বিজন ঘোষ বলেন,জেলার এরকম কয়েক হাজার স্বেচ্ছাসেবী বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজ মাঠে সমবেত হয়েছিলেন।

সেখান থেকে মেদিনীপুর শহরে মিছিল করে এসে জেলাশাসকের দপ্তরে হাজির হন। জেলাশাসকের দপ্তরে লিখিত ভাবে জানান, “কর্মহীন রয়েছি, স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে”৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here