মেদিনীপুরে করোনাজয়ীদের মহামারিতে সামিল করার উদ্যোগ

0
36

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

যতদিন অতিবাহিত হচ্ছে রাজ্যে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ততই বেড়ে চলেছে,কিন্তু তারই মাঝে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় সুস্থ হয়ে বহু আক্রান্ত মানুষ বাড়ি ফিরেছেন,এবার সেই সব মানুষের কথা মাথায় রেখে রাজ্য সরকারের উদ্যোগে তাদেরকে করোনা যুদ্ধে সামিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যেসব পরিযায়ী শ্রমিক এরাজ্যে আক্রান্তের শিকার হয়েছিলেন, সেইসব আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের সুস্থ হওয়ার পর এই করোনা যুদ্ধে সামিল হওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷

corona recovery paitent | newsfront.co
নিজস্ব চিত্র

এই নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কোভিড ১৯ ক্লাবের উদ্যোগে এক বৈঠকের আয়োজন করা হয়, মূলত এলাকার যে সমস্ত মহামারি ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে যুদ্ধে সামিল হতে চায় তাদের নিয়েই মূলত এই বৈঠক ৷ এই মহামারি ভাইরাসের আক্রান্তের সংখ্যা দিনে দিনে যেভাবে বেড়েই চলেছে, তাতে চারদিকে সবারই দুশ্চিন্তা বেড়েছে এই পরিস্থিতিতে সেই সমস্ত রোগীদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে যথেষ্ট খুশি হয়েছে এলাকার পরিযায়ী শ্রমিকেরা।

আরও পড়ুনঃ উত্তর দিনাজপুরে বাড়ছে সংক্রমণ,লকডাউন মানার আবেদন প্রশাসনের

এই উদ্যোগের বিষয়ে কোলাঘাট ব্লকের বরিশা স্বামীজি একাডেমির সদস্য বিশ্বনাথ দাস বলেন ‘আমরা গর্বিত যে পঞ্চায়েত সমিতির উদ্যোগে কোভিড ১৯ ক্লাব সংগঠনের মধ্য দিয়ে করোনাজয়ীরা এই মহামারি যুদ্ধে সামিল হতে পেরেছেন’৷ এই বিষয় সম্বন্ধে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুন্ডু বলেন ‘আমরা এলাকাকে সুস্থ রাখার জন্য এবং এলাকার সমস্ত আক্রান্ত রোগী থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের একত্রিত করে এই মহাযুদ্ধ এক সঙ্গে লড়াই করে যাতে এই মহামারি ভাইরাসকে দূর করতে পারি সেই লক্ষ্যেই এই বৈঠক’৷

এই দিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কোলাঘাট ব্লক ভিডিও মদন মন্ডল, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার ঘোড়া, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজকুমার কুন্ডু, কোলাঘাট পাইকপাড়া হসপিটালের বিএমএস শিব শংকর খান, কোলাঘাট পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মদক্ষ গৌড় মালিক সহ একাধিক ব্লক আধিকারিক বৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here