এবছর পুজো করুন, উৎসব সামনের বছর করবেন

0
92

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

এবছর শুধু মায়ের পুজো করুন, উৎসব সামনের বছর করবেন। শনিবার আলিপুরদুয়ারে এসে পুজো কমিটির উদ‍্যোক্তাদের একথা জানালেন উত্তরবঙ্গের কোভিড ১৯ এর ওএসডি ডাঃ সুশান্ত রায়।

stage | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

এদিন আলিপুরদুয়ার পুরসভার প্রেক্ষাগৃহে আলিপুরদুয়ার জেলার পুজো উদ‍্যোক্তা ও জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করেন ওএসডি ডাঃ সুশান্ত রায়।

meeting hall | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি জানান, “প্রতি বছর আমরা পরিবারের সাথে পুজোতে ঘুরতে বেড়াই, কিন্তু এবছর ঘরে থাকুন নিজের পাড়ার পুজোতে গিয়ে পুজো করে ঘরে চলে আসুন এবং টিভির মাধ‍্যমে অন‍্যান‍্য পুজো গুলো দেখুন।”

meeting | newsfront.co
নিজস্ব চিত্র
dr sushant roy | newsfront.co
ডাঃ সুশান্ত রায়। নিজস্ব চিত্র

ডাঃ সুশান্ত রায় এও জানান, প্রচুর উপসর্গহীন করোনা আক্রান্তরা ঘুড়ে বেড়াচ্ছে, যারা নিজেরা জানেনা সে আক্রান্ত এবং তাদের থেকে ছড়াচ্ছে করোনা। তাই পুজো মণ্ডপ গুলোতে এবছর একদম ভিড় করা যাবেনা ।

ডাঃ সুশান্ত রায় এদিন আরও জানান, যেভাবে আক্রান্তের সংখ‍্যা বৃদ্ধি হচ্ছে এর পড়ে কিন্তু বেড পাওয়া যাবেনা হাসপাতালে। যত বেডের সংখ্যা বৃদ্ধি করি কিছুই হবেনা। তাই এবছর সবাই পুজো করুন কিন্তু উৎসব সামনের বছর করুন, এবছর না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here