মনিরুল হক, কোচবিহারঃ
ঘন কুয়াশার জেরে গরু বোঝাই গাড়ি উল্টে বিপত্তি। ওই ঘটনার জেরে গাড়িতে থাকা ৪টি গরুর বাছুর মারা যায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার ১নং ব্লকের দেওয়ানহাটের ঘেগীরঘাট ব্রিজ সংলগ্ন পেট্রল পাম্পের সামনে। পরে স্থানীয় লোকজন এসে ওইগাড়ি থেকে গরু গুলিকে উদ্ধার করা হয়। সেই সময় ওই রাস্তা দিয়ে আর একটি গরু ভর্তি গাড়ি আসলে স্থানীয়রা গাড়িটিকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গাড়ি দুটি ও গরু গুলিকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে একটি গরু ভর্তি ছোট পিকআপ ভ্যান ঘন কুয়াশার কিছু দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘেগীরঘাট ব্রিজ সংলগ্ন পেট্রল পাম্পের সামনে নীচু জমিতে পড়ে যায়। ওই ঘটনার জেরে চারটি গরুর বাছুরের মৃত্যু হয়। পরেই গাড়ির চালক পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,প্রতিদিন ভোর রাতে এই রাস্তা দিয়ে দিনহাটা ও বলরামপুর এলাকায় ওই গরু ভর্তি গাড়ি গুলি যায়। আমাদের মনে হয় গরুগুলিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বলে দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584