নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
রাজস্থান থেকে মালদহে বাড়ি ফেরা পথে ট্রেনেই মারা যাওয়া পরিযায়ী শ্রমিকের বাড়িতে আর্থিক সাহায্য তুলে দিলেন ডান-বাম সব রাজনৈতিক দলের নেতারা।

পাশাপাশি সরকারিভাবে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিলেন মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন। এছাড়াও আর্থিক সাহায্য তুলে দিয়েছেন তৃনমুল নেতা বুলবুল খান।
আরও পড়ুনঃ লকডাউনে রক্তদান শিবিরের আয়োজন স্বেচ্ছাসেবীদের
মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী, এক মেয়ে, এক ছেলে রয়েছে। আর্থিকভাবে খুবই দূর্বল এই পরিবার। রাজস্থানের বিকানীরে লকডাউনের মধ্যে কাজ হারিয়ে মালদহের হরিশ্চন্দ্রপুরের নিজের বাড়িতে ফেরার পথে ট্রেনেই ওই শ্রমিকের মৃত্যু হয়।
শোকগ্রস্থ পরিবারের সঙ্গে দেখা করেন সিপিএমের এরিয়া কমিটির সদস্যরা। তারা পরিবারটিকে কিছু আর্থিক সাহায্য করেন। কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে সব রকমের সাহায্য দাবি করেন বাম নেতারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584