নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শিলিগুড়ির নকশালবাড়িতে শক্তিবৃদ্ধি করল তৃণমূল। সিপিএম, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল ২০০টি পরিবার।নকশালবাড়ি ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিএম, বিজেপি ছেড়ে ২০০ পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নকশালবাড়ির দয়ারামে আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রঞ্জন সরকার,জেলার সহ সভাপতি অমর সিনহা,নকশালবাড়ি ব্লক সভাপতি পৃথ্বীশ রায়,মনিরাম অঞ্চল সভাপতি ভানু বর্মন, মনিরাম গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান গৌতম ঘোষ সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ দৃষ্টিহীন বিভাগে একই স্কুলে রাজ্য থেকে প্রথম তিন
তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন, ‘করোনা পরিস্থিতিতে গত চার মাস ধরে রাজ্য সরকারের কাজ দেখেছে মানুষ। মুখ্যমন্ত্রী দলের মন্ত্রী ও নেতাদের মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। এতে সাধারণ মানুষ খুশি হয়েছেন। দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
তিনি ছাড়া আর কেউ পাশে দাঁড়ান নি। যে ২০০ পরিবার এদিন আমাদের দলে যোগদান করলেন, এদের মধ্যে বেশির ভাগ বিজেপি থেকে এসেছে।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘গ্রাম বাংলায় বিজেপির চরম ভাঙন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বড় আকারের কর্মসূচি নেওয়া যাচ্ছে না। কিন্তু আগামী সপ্তাহে আরও অনেকেই যোগদান করবেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584