কাকদ্বীপে বাম – কংগ্রেসের সভায় গণতন্ত্র প্রতিষ্ঠার কথা নেতৃত্বের মুখে

0
62

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

লিখিত জোট না হলেও অলিখিত জোটে একাধিক যায়গায় সভা করছেন বাম কংগ্রেস নেতৃত্ব। কাকদ্বীপ ব্লকের বাসন্তি ময়দানে বাম ও কংগ্রেস নেতৃত্ব যৌথ এক সভার আয়োজন করে এদিন। ১৪ টি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ এদিনের সভায় উপস্থিত হয়েছিলেন বলে জানাযায়।

cpim congress | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

সভা থেকে রাজ্যে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিতের পাশাপাশি সাম্প্রদায়িক বিজেপিকে প্রতিহত করার ডাক দেন সুজন – মান্নান – বিমান বসুরা। কৃষক আন্দোলন থেকে ধর্মীয় মেরুকরণ, এদিনের সভায় মূল বিষয় ছিল এই।

huge people | newsfront.co
নিজস্ব চিত্র

রাজ্য সরকার কেন্দ্র সরকারের ধারা অব্যাহত রাখছে বলেই মত জোট নেতৃত্বের। অকাজের লোকদের তফাৎ রেখে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলতে শোনা যায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর মুখে। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে জোট বদ্ধ লড়াই হবে বলেই জানান আব্দুল মান্নান।

আরও পড়ুনঃ পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার সুবোধ মল্লিক স্কোয়ার

প্রসঙ্গত আব্বাস সিদ্দিকী নতুন দল গড়ে কংগ্রেসের সাথে লড়তে চাই বলে সোনিয়া গান্ধীকে বার্তা দিয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নে কংগ্রেস নেতা আব্দুল মান্নান কৌশলে তা এড়িয়ে যান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here