চোর ধরো, জেল ভরো এবং মুর্শিদাবাদের নাম বিলোপের প্রতিবাদে সিপিএমের মহামিছিল বহরমপুরে

0
66

রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ

দীর্ঘ দিন পর লাল পতাকার ঢেউ দেখল বহরমপুর। বহরমপুর জুড়ে সিপিএমের মহামিছিল যেন বুঝিয়ে দিল বামেরা রাস্তায় লড়াই আন্দোলনে মানুষের পাশে আছে। চোর ধরো জেল ভরো, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, জেলা ভাগের নামে মুর্শিদাবাদ নাম বিলোপের ষড়যন্ত্র এইসব ইস্যুতে এদিন সিপিআইএম এর মহামিছিল হল বহরমপুরে।

নিজস্ব চিত্র

বৃহস্পতিবার দুপুরে বহরমপুর জেলা সিপিআইএম কার্যালয় থেকে সিপিআইএমএর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে মহামিছিল বের হয়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সেখ হাসিনা, সোমনাথ ভট্টাচার্য, ধ্রুবজ্যোতি সাহা সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। যেন লাল ঢেউ ফিরছে আবার।  বহরমপুরের এফ ইউ সি ময়দান থেকে এই মহামিছিল বের করে গোটা বহরমপুর শহর পরিক্রমা করে। শেষে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এসে মিছিল শেষ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান বক্তা ছিলেন মহম্মদ সেলিম।  তিনি বলেন  “এতদিন পুলিশ প্রশাসনের সকলেই তৃণমূলের দলদাস হয়ে কাজ করছিলেন ৷ কিন্তু, এখন অনেকটাই কম। আসতে আসতে সকলেই বুঝতে পারছে এই চোরদের দলটা আর থাকবে না। কারণ তাদের যোগ্য স্থান জেলে। ” এদিন মহম্মদ সেলিম তৃণমূল নেত্রীকে আক্রমণ করে বলেন ” আগে ছিলেন বাংলার মা, এখন বিড়াল হয়ে কাশিতে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু ছাড় পাবেন না। ”

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here