বাধা দিলেই বিজেপির বন্ধু দাবি সেলিমের

0
217

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

md salim | newsfront.co
মহম্মদ সেলিম

আগামী ছাব্বিশ নভেম্বর দেশ জুড়ে ধর্মঘটের দিন যারা আমাদের বাধা দিতে আসবে, তাঁরাই বিজেপি, আরএসএসের বন্ধু। আপনারা দেখে নেবেন, কারা আমাদের বাধা দিতে আসে।- শুক্রবার আলিমুদ্দিনে সাংবাদিক সম্মেলনে সাধারণ ধর্মঘট প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে নাম না-করে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআই (এম)-এর পলিটব্যুরো সদস্য ও প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম।

আরও পড়ুনঃ মধ্যাহ্নভোজন নিয়ে শাহকে বিঁধলেন অভিষেক

এবিষয়ে সেলিম আরও বলেন, “প্রতিবছর ধর্মঘট রুখতে তৎপর তৃণমূল। এর আগে দেখা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে যতবার রাজ্যের বিরোধীরা সাধারণ ধর্মঘটের জন্য পথে হেঁটেছে, ততবারই রাজ্যের শাসক দল পুলিশ দিয়ে সেটি রুখেছে।“

অতীত জানান দিচ্ছে, অতিরিক্ত সরকারি বাস চালিয়ে কর্মচারীদের বেতন কাটার ভয় দেখিয়ে ধর্মঘট অচল করার প্রচেষ্টা চালিয়েছে নবান্ন। তাই আলিমুদ্দিন কর্তাদের আশঙ্কা, এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না। সিপিআই(এম) নেতা ও বিধানসভার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর কথায়, “কোভিড আবহে রাজ্য সরকার গণপরিবহণ ব্যবস্থা সচল রাখতে বাড়তি সরকারি বাস চালাতে পারে না। কিন্তু, ধর্মঘট রুখতে গোটা শহর সরকারি বাসে ভরিয়ে দেয়। এবার দেখা যাক।“

আরও পড়ুনঃ শিলিগুড়ি মহকুমার বিধাননগরে ছাদ থেকে পড়ে মৃত্যু এক মহিলার

অবশ্য ছাব্বিশ নভেম্বরের ধর্মঘট নিয়ে নবান্নের তরফে চূড়ান্ত কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। এই ধর্মঘটের ইস্যুকে তৃণমূল সমর্থন করছে কি-না, তাও দল স্পষ্ট করেনি। কাজেই, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ধর্মঘটের দিন যে ধর্মঘটী এবং সরকারের মধ্যে একটা সংঘাতের সম্ভাবনা আছে, তা বলাই বাহুল্য।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here