নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
দল চাইলে আগামী বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়াতে পারেন সিপিএমের দাপুটে নেতা সুশান্ত ঘোষ। সোমবার আলিপুরদুয়ারে ডিওয়াইএফআই -এর জেলা সম্মেলনে এসে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সুশান্ত ঘোষ।
আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়িতে হরিবাড়ি মাঠে এদিন ডিওয়াইএফআইয়ের জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। এদিন সুশান্ত ঘোষ কে নিয়ে আলিপুরদুয়ার শহরে জংশন থেকে একটি বাইক মিছিল বের করে ডিওয়াইএফআই নেতা কর্মীরা।
সুশান্ত বাবুকে নিয়ে প্রায় কুড়ি কিলোমিটার আলিপুরদুয়ার থেকে কামাখ্যাগুড়ি পর্যন্ত বাইক র্যালিতে যুব কর্মীদের ব্যাপক উচ্ছাস লক্ষ্য করা যায়। দুপুর দুটো নাগাদ আলিপুরদুয়ার জংশন থেকে এই বাইক র্যালি শুরু হয়। বাইক র্যালি শেষ হয় কামাখ্যাগুড়ি হরিবাড়ির মাঠে।
আরও পড়ুনঃ শিবসেনায় যোগ ঝাড়গ্রামের সমাজসেবী মধুসূদন
এদিন আলিপুরদুয়ারে সিপিএম নেতা সুশান্ত ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছুটা আক্ষেপের সুরেই বলেন, “২০১৬ সালে দল চাইনি তাই আমি দাঁড়ায়নি। এবার যদি দল চায় তাহলে আমি নির্বাচনেও দাঁড়াতে পারি। আমি দলে ছিলাম, আছি ও থাকব। আমার দল করা আদর্শের জন্য।”
এদিন কামাখ্যাগুড়িতে ডিওয়াইএফআইয়ের প্রকাশ্য সমাবেশে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেন সিপিএমের এই দাপুটে নেতা। এদিন ভাষনে রাজ্য সরকারকে চোরেদের সরকার আর কেন্দ্রীয় সরকারকে ডাকাতদের সরকার বলেও কটাক্ষ করেন সিপিএমের এই নেতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584