পার্টির সম্পর্কে সংবাদ চ্যানেলে বসে মন্তব্যের জের, তন্ময় ভট্টাচার্যকে শোকজ সিপিএমের

0
192

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

তবে কি এবার দলের শাস্তির খাঁড়া?সংবাদ মাধ্যমে দলের সম্পর্কে মন্তব্যের জেরে সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যকে শো-কজ সিপিএমের ফুটো- বাটি হাতে রাস্তায় বসিয়ে দিয়েছে মানুষ, নির্বাচনে বামেদের ভরাডুবির কারণ নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য।

cpim | newsfront.co
প্রতীকী চিত্র

এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের বিধানসভা বামশূন্য। ভোটের ফল বেরোতে দেখা যায় বাংলা থেকে বাম ও কংগ্রেস ধুয়ে মুছে সাফ। নির্বাচনে প্রার্থী ছিলেন তন্ময় বাবুও, জয়ী হননি তিনিও। এরপরেই একটি সংবাদ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাঁকে। তিনি মুলত দুটি বিষয়ে সোচ্চার হন। বর্ষীয়ান এই বাম নেতা দাবি করেন বাম রাজ্য নেতৃত্বকে এই হারের দায় নিতে হবে এবং আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট নিয়েও ক্ষোভের সুর শোনা যায় তাঁর গলায়।

আরও পড়ুনঃ বাঙলার ‘ভোট পরবর্তী হিংসা’র ছবি বলে চালানো হচ্ছে উড়িষ্যার পুরনো ভিডিও,ধরা পড়ল ফ্যাক্ট চেকে

তাঁর সেদিনের বিস্ফোরক মন্তব্য ছিল,” আমার দলের যেসব নেতারা বলেন, আমরা ভোটের রাজনীতি করিনা রাস্তায় থাকি, তাদের হাতে মানুষ ফুটো বাটি ধরিয়ে দিয়েছেন। সংস্কার প্রয়োজন দলে।” এতেই বিপুল চটেছেন বাম নেতৃত্ব। তন্ময় বাবুর মন্তব্য কিছুটা গোদের ওপর বিষফোঁড়ার মত বিঁধেছে তাঁদের। একে হারের জ্বালা তার ওপরে দলের নেতার সমালোচনা।

এ প্রসঙ্গে উত্তর ২৪ পরগণা জেলা সিপিআইএম সম্পাদক মৃণাল চক্রবর্তী একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, তন্ময় ভট্টাচার্য সংবাদ মাধ্যমে যে বক্তব্য রেখেছেন তা একেবারেই তাঁর ব্যক্তিগত মতামত। দল এই বক্তব্য সমর্থন করেনা এবং অনুমোদনও করেনা। এ বিষয়ে তন্ময় ভট্টাচার্যের বক্তব্য শোনার পরে পার্টির জেলা নেতৃত্ব এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপরেই আজ সিপিআইএম দলের তরফে শোকজ করা হয় তন্ময় বাবুকে। দলের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রাজনৈতিক মহলের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here