‘চোর ধরো জেল ভরো’ স্লোগান তুলে শিক্ষক নিয়োগের দাবিতে জীবন্তিতে পথসভা সিপিএমের

0
53

রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ

শিক্ষিত যুবকদের চাকরি না দিয়ে চা বিস্কুট ঘুগনি বিক্রি করার মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ধিক্কার জানালো সিপিএম। প্রসঙ্গত রাজ্যের স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে সর্বত্র শিক্ষকের অভাব। অন্যদিকে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, অর্থনৈতিক মন্দা, ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ – এসবের জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।  সিপিএমের উদ্যোগে জীবন্তি বাসস্ট্যান্ডে পথ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক জামির মোল্লা সহ স্বরুপ মুখার্জী, সফিউর রহমান, চিরন্তন চন্দ্র, জুই ভট্টাচার্য, দেলুয়ার হোসেন প্রমুখ।

নিজস্ব চিত্র

এই দিনের পথসভা থেকে সফিউর রহমান বলেন ” তৃণমূলের আমলে বিশ্বরেকর্ড দূর্নীতি হয়েছে। তৃণমূল নেতারা ঘরের নামে, চাকরির নামে কিংবা একশো দিনের কাজের নামে টাকা লুট করেছে। তাই বামফ্রন্ট সরকারকে আবার ফিরিয়ে আনার আহবান করছি।“ সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন ” গ্রাম গঞ্জে মানুষের হাতে ক্ষমতা এবং উন্নয়ন পৌঁছে দেবার জন্য বামফ্রন্টের সময় দীর্ঘ পরিকল্পনা করে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যাবস্থা চালু করা হয়েছিল কিন্তু এই চোরদের সরকার আসার পর মানুষের কাছে ক্ষমতা এবং উন্নয়ন কেড়ে নিয়ে হাওয়ায় চোটির ভাই ভাইপোরা কোটিপতি। ”  তিনি আরও বলেন, “শিক্ষিত বেকার ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, তারা রাস্তায় বছরের পর বছর ধরে অনশন করছে আর মাননীয়া মুখ্যমন্ত্রী চা বিস্কুট ঘুগনি বিক্রি করতে বলছেন। ধিক্কার জানানোর ভাষা নেই। এরা চাকরি দিতে পারে না, শুধু চুরি করতে জানে। ”

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here