নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
দলের উপর ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়ার ইঙ্গিত পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সিপিএমের বিধায়িকা তাপসী মন্ডলের। সম্ভবত আগামীকালকে মেদিনীপুরের বিজেপির সভায় দেখা যেতে পারে হলদিয়ার বিধায়িকাকে। পাশাপাশি বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন সময় বলবে।
বিধায়ক হওয়ার পর থেকে দলের জেলা নেতৃত্বের অঙ্গুলি হেলনে কাজ করতে হয়েছে। মানুষের হয়ে কাজ করতে চাই, যে দলে থেকে মানুষের কাজ করা যায়না সেই দলে থাকা সম্ভব নয়। প্রসঙ্গত কিছু দিন আগে তাপসী মন্ডলের স্বামী অর্জুন মন্ডল বিজেপিতে যোগ দিয়েছে। বিধায়িকার বক্তব্য, একই বাড়িতে ভিন্ন রাজনীতি না থাকাই ভালো।
আরও পড়ুনঃ বিধানসভা ভোটের আগেই রাতের শহরে টহলদারি বাড়ানোর নির্দেশ কমিশনারের
এই বক্তব্যের ইঙ্গিত আগামী দিনে তাঁর বিজেপিতে যাওয়া অনেকটাই পরিষ্কার। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পরে একের পর এক তৃণমূল বিধায়ক সহ জেলা নেতৃত্ব দল ছাড়তে শুরু করেছে,এবার সিপিআইএমের বিধায়িকা তাপসী মন্ডলের দল ছাড়ার ইঙ্গিতে সমস্যায় পড়তে হতে পারে সিপিআইএম দলীয় নেতৃত্বকে।
জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। তবে শনিবার মেদিনীপুর শহরের কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভার পর বোঝা যাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। তাই এখন রাজনৈতিক বিশ্লেষণ কারীরা তাকিয়ে রয়েছে অমিত শাহের জনসভায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584